জনপ্রিয় ব্লগার ও শিক্ষক লেখক দম্পতি নাছির ও লামিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার উপর হামলা এবং একই সাথে তাদের বিরুদ্ধে মিরপুর থানায় অভিযোগ সহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলা করেন হেফাযত নেতা মোখলেছুর রহমান!
লেখক হিসেবে নাছির উদ্দিন ও মীর লামিয়া বাংলাদেশে বেশ সুপরিচিত দম্পতি এবং পাশাপাশি পেশাগতভাবে তারা দুজন শিক্ষকতা পেশায় জড়িত আছেন।
তারা বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় বইয়ের লেখক। বিশেষ করে ধর্মীয় গোড়ামি এবং সমাজ সংস্কার বিষয়ক লেখালেখির জন্য তারা বেশ সুপরিচিত। তবে একারনে সমাজের কুসংস্কার ও কট্টরপন্থীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তারা। যার কারনে তাদের ওপর ২০২৪ সালে একাধিকবার হামলা চালানো হয়।

এ বিষয়ে ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার সাথে কথা বললে জানা যায় তারা সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড সামাজিক অজ্ঞতা ও গোড়ামির বিরুদ্ধে লেখালেখি করছিলেন। যার কারনে সমাজের ধর্মান্ধ গোষ্ঠী তাদেরকে বিভিন্নভবে হুমকি দিচ্ছিলো। এর মধ্যে গত ২০ শে জুন ২০২৪ তাদের ওপর হামলা চালানো হয়।এবং একই সাথে গত জুলাই মাসের ৩ ও ৯ তারিখে পুনরায় তাদের ওপর হামলা করা হয়। তারপরো তারা তাদের ব্যক্তিগত ব্লগ www.nasir.lamya.com এ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো। এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাব ১৪ আগষ্ট থানায় মামলা দায়ের করে।
এ লেখক দম্পতি জানান তাদের যৌথ উদ্দোগে লেখা শিশুদের ওপর যৌন হয়রানির বিরুদ্ধে সর্বশেষ বই “বোঝাপড়া” শিশুর যৌন হয়রানি লেখার পর সমস্যা প্রকট হতে থাকে।এবং এর পর একাধিক বার ফোনে মৃত্যুর হুমকি দেয় এবং জুলাই মাসের ২৭ তারিখে বাসায় কফিনের কাপড় পাঠিয়ে মেরে ফেলার ভয় দেখায়।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মোতাহের হোসেন বলেন, “ব্লগার ও লেখক দম্পতি নাছির উদ্দিন ও মীর লামিয়ার সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে